অনেক স্টুডেন্ট যখন IELTS করার সিদ্ধান্ত নেয়, তখন তাড়াহুড়ো করে কোনো একটা কোচিং-এ ভর্তি হয়ে যায়। আর এখানেই তারা লাইফের সবচেয়ে বড় ভুলটি করে বসে।কোচিং সেন্টারগুলো English Language শেখায় না। সেখানে আপনাকে মূলত শেখানো হয় কীভাবে পরীক্ষায় প্রশ্ন সলভ করতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি ও টিপস দেওয়া হয়। তবে, আপনি যদি ইংরেজির বেসিক স্কিল-এ দুর্বল হন, এসব টিপস আপনার তেমন কাজে আসবে না। এতে IELTS কঠিন মনে হবে এবং আপনি হতাশ হয়ে পড়বেন। IELTS কোচিং-এ ভর্তি হওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে— আপনার English-এর Basic ভালো আছে কিনা।আপনি Reading পড়ে বুঝতে পারেন কিনা।আপনি Freehand Writing করতে পারেন কিনা।আপনি English শুনে বুঝতে পারেন কিনা।যদি উপরের প্রশ্নগুলোর উত্তর ‘না’ হয়, তাহলে কোচিং-এ ভর্তি হওয়া মানে আপনার টাকা ও সময় দুটোই নষ্ট করা।IELTS করার আগে আপনার বেসিক স্কিল মজবুত করুন, তাহলেই সফলতা সম্ভব। সঠিক সিদ্ধান্ত নিন, আপনার IELTS স্বপ্ন পূরণ করুন।