অনেক স্টুডেন্ট যখন IELTS করার সিদ্ধান্ত নেয়, তখন তাড়াহুড়ো করে কোনো একটা কোচিং-এ ভর্তি হয়ে যায়। আর এখানেই তারা লাইফের সবচেয়ে বড় ভুলটি করে বসে।
কোচিং সেন্টারগুলো English Language শেখায় না। সেখানে আপনাকে মূলত শেখানো হয় কীভাবে পরীক্ষায় প্রশ্ন সলভ করতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি ও টিপস দেওয়া হয়। তবে, আপনি যদি ইংরেজির বেসিক স্কিল-এ দুর্বল হন, এসব টিপস আপনার তেমন কাজে আসবে না। এতে IELTS কঠিন মনে হবে এবং আপনি হতাশ হয়ে পড়বেন।
IELTS কোচিং-এ ভর্তি হওয়ার আগে আপনাকে নিশ্চিত করতে হবে—
আপনার English-এর Basic ভালো আছে কিনা।
আপনি Reading পড়ে বুঝতে পারেন কিনা।
আপনি Freehand Writing করতে পারেন কিনা।
আপনি English শুনে বুঝতে পারেন কিনা।
যদি উপরের প্রশ্নগুলোর উত্তর ‘না’ হয়, তাহলে কোচিং-এ ভর্তি হওয়া মানে আপনার টাকা ও সময় দুটোই নষ্ট করা।
IELTS করার আগে আপনার বেসিক স্কিল মজবুত করুন, তাহলেই সফলতা সম্ভব। সঠিক সিদ্ধান্ত নিন, আপনার IELTS স্বপ্ন পূরণ করুন।